খেলা

ভালোবাসায় সিক্ত মাশরাফি বিদায় নিলেন

ভালোবাসা আর শুভেচ্ছায় বিদায় জানানো হলো অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। অধিনায়ক পদ থেকে নিজেই সরে গেলেন তিনি। তবে বিদায়ের ক্ষণটি ছিল চমৎকার।

অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মর্তুজার শেষ ম্যাচ দারুণ ভাবেই রাঙিয়ে দিলেন তামিম ইকবাল ও লিটন দাশ। বাংলাদেশের হয়ে ওপেনিং জুটিতো বটেই যেকোনো উইকেটেই রেকর্ড জুটি গড়ে টাইগারদের দাপুটে এক জয় এনে দিলেন এই ওপেনাররা। নেতৃত্বের শেষ ম্যাচে আবার দেশের হয়ে অধিনায়ক হিসেবে রেকর্ড ৫০তম জয় তুলে নিলেন ম্যাশ।

ম্যাচ জয়ের পর মাঠেই দলপতি মাশরাফি বিন মতুর্জার সঙ্গে ‘হাই ফাইভ’, আলিঙ্গন করতে থাকেন সবাই। মাঠের বাইরে যেতেই মাশরাফিকে কাঁধে তুলে নিলেন তামিম ইকবাল। চলল মাঠ প্রদক্ষিণ। মাশরাফির নেতৃত্বের শেষ ম্যাচের জন্যই বিশেষভাবে তৈরি জার্সি দলের সবার পরনে।

tamim

সবার জার্সিতে লেখা ‘মাশরাফি’,  তার প্রতীক হয়ে ওঠা নম্বর ‘২।’ জার্সির সামনে লেখা ‘থ্যাঙ্ক ইউ ক্যাপ্টেন।’ মাশরাফিকে ঘিরে বয়ে গেল আবেগের জোয়ার। আবেগে জড়িয়ে গেলেন মাশরাফি নিজেও।

মাশরাফি বলেন, অনেক বড় সম্মান আমার জন্য। সম্ভবত মাঠেই সবচেয়ে সেরা উপহার পেয়েছি (দলের জয়)। ক্রিকেট বোর্ড, আমাদের ছেলেরা, সবাই ছিল দারুণ। সবাইকে ধন্যবাদ।

দলের পক্ষ থেকে মাশরাফিকে সবার অটোগ্রাফ ও শুভেচ্ছাসহ একটি জার্সি উপহার দেওয়া হলো । ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সভাপতি নাজমুল হাসান উপহার দিলেন ক্রেস্ট।

Related Articles

Leave a Reply

Back to top button