বিনোদন

ফ্যান লাগানোর হ্যাঙ্গারে নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় হিমুকে

ফ্যানের হ্যাঙ্গারে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর মরদেহ। প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছে পুলিশ।
এ ঘটনায় টিভি নাটকের শিল্পীদের সবচেয়ে বড় সংগঠন অভিনয় শিল্পী সংঘের আইন ও কল্যাণ সম্পাদক অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর জানিয়েছেন, হিমুর গলায় দাগ দেখতে পেয়েছে চিকিৎসকরা। এরপর তারা পুলিশে খবর দেন।
এদিকে হিমুকে হাসপাতালে নিয়ে যাওয়া সেই যুবক অভিনেত্রীর কথিত প্রেমিক বলে জানতে পেরেছে পুলিশ। যার নাম রাফি। তার খোঁজ নেওয়া হচ্ছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোর্শেদ আলম।
তিনি বলেন, ‘প্রেমিক রাফির সঙ্গে তার বিয়ের কথাবার্তা চলছিল। কয়েকদিন ধরে হুমায়রা হিমুর সঙ্গে রাফির ঝগড়া-বিবাদও হয়েছে৷ হাসপাতালে হিমুকে ফেলে রাফি পালিয়েছে। আমরা রাফিকে খুঁজছি। তাকে পেলে জিজ্ঞাসাবাদ করা হবে অভিনেত্রীর মৃত্যুর আসল কারণ কি।’
এ বিষয়ে উত্তরার সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (এসি) জ্যোতির্ময় সাহা পরিবারের বরাতে বলেন, ‘ফ্যান লাগানোর হ্যাঙ্গারে নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় হিমুকে পাওয়া যায়। পরে স্বজনরা উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছি। মরদেহের সুরতহাল চলছে। তদন্ত সাপেক্ষে পরে জানানো যাবে।

হুমায়রা হিমুর মৃত্যু প্রসঙ্গে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, ‘হিমুর ছোট বোন ও বয়ফ্রেন্ড তাঁকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক পুলিশকে খবর দিলে হিমুর বয়ফ্রেন্ড পালিয়ে যান। সঙ্গে করে হিমুর মোবাইল ফোনটিও নিয়ে যান।’

অভিনেত্রী হুমায়রা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। হিমু ইডেন মহিলা কলেজে ভর্তি হন এবং সেখান থেকেই স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্যজগতে প্রবেশ করেন। ফ্রেঞ্চ নামক নাট্যদলের হয়ে তিনি অভিনয় করেন।

Related Articles

Leave a Reply

Back to top button