খেলা

শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়ে সেমিতে ভারত

বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন রানের লজ্জার দৃষ্টান্ত স্থাপন করেছে ১৯৯৬ বিশ্ব চ্যাম্পিয়নরা। ভারতের দেওয়া পাহাড়সমান ৩৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় পেসারদের বোলিং তোপে ২০তম ওভারে মাত্র ৫৫ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা। ফলে ৩০২ রানের বিশাল ব্যবধানে লজ্জার হারের রেকর্ড গড়ল কুশল মেন্ডিসের দল। যা বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে হারের রেকর্ড।

আর টানা সাত জয়ে প্রথম দল হিসেবে শেষ চার নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় শ্রীলঙ্কা। মাত্র ৪ রানেই চার উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে।

এরপর ১০ রান যোগ করতেই আরও তিন ব্যাটারকে হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। ভারতীয় মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ সামনে দাঁড়াতে পারেনি কোনো ব্যাটার।

দলীয় ২৯ রানের মধ্যে ৮ উইকেট হারায় শ্রীলঙ্কা। শেষ দিকে মহেশ থিকশানা ও কাসুন রাজিথার ব্যাটে ৫০ পেরোয় শ্রীলঙ্কা।

মাত্র তিন ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারে। আর রানের খাতা খোলার আগে সাজঘরে ফিরে যান পাঁচ লঙ্কান ব্যাটার।

শেষ পর্যন্ত ১৯ ওভার ৪ বলে ৫৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ভারতের পক্ষে শামি ৫টি ও সিরাজ নেন ৩টি উইকেট।

Related Articles

Leave a Reply

Back to top button