আবারো ৪৮ ঘন্টার অবরোধের ঘোষণা দিলো বিএনপি
দুইদিনের বিরতি দিয়ে, আগামী রোববার (৫ নভেম্বর) থেকে মঙ্গলবার (৭ নভেম্বর) পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন,’২৮ অক্টোবর সংঘর্ষের পর সাংবাদিকসহ যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার সারাদেশের মসজিদে দোয়া ও মোনাজাত করা হবে । এবং রবিবার সকাল ভোর ৬ টা থেকে মঙ্গলবার ভোর ৬ টা পর্যন্ত শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করা হবে।
দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসির সংলাপের চিঠি দেয়ার কঠোর সমালোচনা করে রিজভী বলেন,’কিসের সংলাপ?কার জন্য সংলাপ?কেন্দ্রীয় নেতাদের কারাগারে নিয়ে সবাইকে ঘর ছাড়া করে কিসের সংলাপ করতে চায় তারা?সংলাপের নামে তামাশা করার জন্য তারা চিঠি দিয়েছে।
এদিকে, বিএনপির সঙ্গে মিল রেখে আগামী ৫ ও ৬ নভেম্বর সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ।
বৃহস্পতিবার ( ২ নভেম্বর) দলটির বর্তমান সমন্বয়ক জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন পরবর্তী কর্মসূচি ঘোষণা দেন।