জাতীয়

অবরোধে মাঠে থাকবে র‌্যাব

বিএনপি-জামায়াত মহাসমাবেশ, হরতাল কর্মসূচির পর এবার ৩ দিনের অবরোধের ডাক দিয়েছে। এমন পরিস্থিতিতে জনজীবন স্বাভাবিক রাখতে মাঠে থাকবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
সোমবার (৩০ অক্টোবর) র‌্যাব সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
র‌্যাবের ওই বার্তায় বলা হয়, কাল ৩১ অক্টোবর থেকে বিভিন্ন রাজনৈতিক দল ৩ দিনের জন্য দেশব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। এতে জানমালের ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের ১৫ ব্যাটালিয়নের ৩ শতাধিক টহল নিয়োজিত থাকবে। যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবের স্পেশাল টিম ও স্টাইকিং ফোর্স রিজার্ভ রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button