জাতীয়

ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে কক্সবাজারে নিহত ৩

ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে কক্সবাজারে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। কক্সবাজার সদর, মহেশখালী ও চকরিয়া উপজেলায় দেয়াল ও গাছের নিচে চাপা পড়ে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী এলাকার আবদুল খালেক (৪০)। রাত ৯টার দিকে ঘরের দেয়ালে চাপা পড়ে মারা যান তিনি। দ্বিতীয়জন মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের কবরস্থান এলাকার হারাধন দে (৪৫)। তিনি রাত ৮টার দিকে গাছচাপা পড়ে মারা যান। অপরজন হলেন চকরিয়া উপজেলার আজগর আলী (৫০)। তিনিও গাছ চাপা পড়ে নিহত হয়েছেন।

কক্সবাজার পৌর মেয়র মাহবুবুর রহমান তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

সন্ধ্যা ৭টার দিকে হামুন উপকূল অতিক্রম শুরু করার পর কক্সবাজারের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক বাড়িঘর ও বিদ্যুতের খুঁটি ভেঙে যায়। অনেক ঘরবাড়ির চালা উড়ে গেছে। বড় বড় অনেক গাছ ভেঙেছে। উড়ে গেছে দোকানপাট ও বিভিন্ন স্থাপনা।

মহেশখালী ও কুতুবদিয়াতেও ভয়াবহ তাণ্ডব চালিয়েছে হামুন। সেখানেও বহু গাছ ভেঙেছে।

সাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘হামুনে’ রূপ নেয় গত সোমবার। বুধবার দুপুরের মধ্যে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূলে আঘাত করবে বলে শুরুতে আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button