জাতীয়

নভেম্বরের মাঝামাঝি নির্বাচনের শিডিউল ঘোষণা: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নভেম্বরের মাঝামাঝি সময়ে নির্বাচনের শিডিউল ঘোষণার সম্ভাবনা রয়েছে।
রবিবার (২২ অক্টোবর) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভায় প্ৰধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের উচ্চ আদালতের মাধ্যমে ২০০১/২০০৬ সালে অসামাজিক তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। যারা মনে মনে স্বপ্ন দেখছেন হরতাল অবরোধ কিংবা ধ্বংসযজ্ঞ চালিয়ে সংবিধানকে কচুকাটা করবেন সেটার সুযোগ দেয়া হবে না। নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, কেউ আসুক বা না আসুক তাদের বিষয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অবরোধ, দখল আর সন্ত্রাস করে বিএনপির শেষ খায়েশ পূর্ণ হবে না। নভেম্বরে নির্বাচনের ট্রেন ছেড়ে দিবে, মিস করলে পিছিয়ে পড়বেন। নির্বাচন ব্যবস্থা সংবিধান অনুযায়ী চালাতে হবে।
‘শেখ হাসিনার হাতে এদেশের উন্নয়ন বিশ্বের বিস্ময়’ উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দায়িত্ব পালনের অবহেলার কারণে সড়কের অনিয়ম বন্ধ হচ্ছে না। ঢাকা শহরের গাড়ী গুলো মানসম্মত নয়। বাংলাদেশের মতো পৃথিবীর কোথাও ব্যানার ফেস্টুন দেখা যায় না।

Related Articles

Leave a Reply

Back to top button