ক্রীড়াঙ্গন
বিশ্বকাপে হারের হ্যাটট্রিক বাংলাদেশের

বিশ্বকাপে আবারও বড় ব্যবধানে হারলো বাংলাদেশ। আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা টাইগারদের এটি টানা তৃতীয় হার। আফগান ম্যাচের পর ইংল্যান্ড, নিউজিল্যান্ড এরপর আজ ভারত – তিন ম্যাচেই বড় ব্যবধানে হারলো বাংলাদেশ। আজ পুনেতে বিরাট কোহলির অনবদ্য সেঞ্চুরির দিনে নাজমুল হোসেন শান্তর দলকে ৭ উইকেটে হারিয়েছে ভারত।
পুনেতে টানা চতুর্থ জয় তুলে নিতে ভারতের দরকার ছিল ২৫৭ রান। সেই লক্ষ্যে ৫১ বল হাতে রেখেই পৌঁছে যায় ভারত। এ জয়ে পয়েন্ট টেবিলের দুইয়েই রইলো ভারত। নেট রানরেটে এগিয়ে থাকায় সমান ৮ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে নিউজিল্যান্ড।
কোহলির দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনীর আগে রোহিত শর্মা এবং শুভমন গিল ভারতের জয়ের কাজ সহজ করে দেন। দুজনেই ঝোড়ো শুরু করেন, পাওয়ারপ্লেতে এনে দেন ৬৩ রান। পাওয়ারপ্লে শেষ হতে রান তোলার গতি আরও বাড়ান তারা। সেই নেশাতেই উইকেট দেন রোহিত। হাসান মাহমুদকে ওভারে টানা দ্বিতীয় ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ধরা পড়েন রোহিত। ফলে ভাঙে গিলের সঙ্গে তার ৮৮ রানের জুটি। সাজঘরে ফেরার আগে ৭ চার আর ২ ছক্কায় ৪০ বলে ৪৮ রান করেন রোহিত।
রাহুল অপরাজিত ছিলেন ৩৪ বলে ৩৪ রান করে। শেষদিকে, তিনি সিঙ্গেলস নিতে অনীহা দেখাতেই কোহলি একা ব্যাটিংয়ের সুযোগ পান আর তুলে নেন সেঞ্চুরি।