মুজিববর্ষের সঙ্গে মোদীর বাংলাদেশে আসার কোনও সম্পর্ক নেই: ফখরুল
মুজিববর্ষ উদযাপনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আসার কোনও সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মুজিববর্ষে মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করা মানে মুজিববর্ষের বিরোধিতা করা’- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানান মির্জা ফখরুল।
বুধবার (৪ মার্চ) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘মুজিববর্ষের সঙ্গে নরেন্দ্র মোদীর বাংলাদেশে আসার কোনও সম্পর্ক নেই। আমরা যেটা বলছি, এখন ভারতে এনআরসি নিয়ে সমস্যা চলছে, সাম্প্রদায়িক বিভক্তি দাঙ্গা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো ক্ষুদ্ধ হয়েছে। সেটা নিয়ে আমরা কথা বলেছি। ভারতে চলমান এই পরিস্থিতিতে তার (মোদী) ঢাকা সফর কতটা শোভনীয় সেটা নিয়ে আমরা প্রশ্ন রেখেছি।’