আন্তর্জাতিক

যুদ্ধবিরতির দাবিতে গাজায় আমেরিকান ইহুদিদের বিক্ষোভ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে কংগ্রেসে বিক্ষোভ করেছেন কয়েকশ আমেরিকান ইহুদি।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বুধবার জুইশ ভয়েস ফর পিস সংগঠনের সদস্যরা কংগ্রেসের ভেতরে গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে বিক্ষোভ করেন। এ সময় সেখানে কয়েক ডজন ইহুদি ধর্মগুরু যোগ দিয়েছিলেন।
সংগঠনটি আজ একটি পোস্ট করেছে এক্সে (সাবেক টুইটার)। সেখানে তারা বলেছে, কয়েকশ আমেরিকান ইহুদি কংগ্রেসে অবস্থান করছে। কংগ্রেস গাজায় যুদ্ধবিরতির ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। কয়েক হাজার মার্কিন ইহুদি বাইরে প্রতিবাদ করছেন। সাড়ে ৩০০ জন কংগ্রেসের ভেতরে আছেন।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিরতি হচ্ছে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর চলমান গণহত্যা বন্ধের প্রথম উদ্যোগ। অবরুদ্ধ গাজায় ২০ লাখের বেশি ফিলিস্তিনি আটকা পড়ে আছে।

Related Articles

Leave a Reply

Back to top button