ক্রীড়াঙ্গন
অনুশীলনে সাকিব, স্বস্তি ফিরছে টাইগারদের

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনেতে চলমান ওয়ানডে বিশ্বকাপ যাত্রায় নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। আসরে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুই ম্যাচেই হারের মুখ দেখেছে টাইগাররা। তাই সেমিফাইনালে নিজেদের টিকিয়ে রাখতে এ ম্যাচে জয় নিতেই হবে । কিন্তু হঠাৎ-ই অধিনায়ক সাকিব আল হাসানের ইনজুরি হতাশ করে দেয় টাইগার টিমদের। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে স্বাগতিকদের বিপক্ষে লড়াইয়ে নামার দুই দিন আগেই অনুশীলনে ফিরেছেন টাইগার অধিনায়ক।
আজ (১৭ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দুপুরের পর শুরু হয় টাইগারদের অনুশীলন। প্রথমে বাংলাদেশের টিম-মিটিং অনুষ্ঠিত হয়। এরপর দলীয় অনুশীলন শুরু হয় ফুটবল দিয়ে। তবে সেটি কিছুটা ভলিবল আকারের। যদিও সেটি হয়েছে কোনোরকম হাতের স্পর্শ ছাড়া-ই। শুধুমাত্র পা দিয়েই খেলা। সেখানেও সাকিবকে বেশ চনমনে দেখা যায়। পরে নেটে ব্যাটিংও করেছেন সাকিব আল হাসান। অনুশীলন শেষে আরেকদফা স্ক্যান করার কথা রয়েছে তার।
গত ১৩ অক্টোবরের নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাট করার সময় রান নিতে গিয়ে থাই স্ট্রেইনে চোট পান সাকিব। পরবর্তীতে বোলিং ও ফিল্ডিং করলেও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায়নি টাইগার অধিনায়ককে। সহকারী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সে সময় জানান, সাকিব তার চোটের স্ক্যান করাতে দ্রুত হাসপাতালে গিয়েছেন।