
আন্তর্জাতিক
দূর্গাপূজার উপলক্ষে মমতার জন্য ইলিশ-শাড়ি-মিষ্টি পাঠালো বাংলাদেশ উপ-হাইকমিশন
দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের পক্ষ থেকে উপহার হিসেবে পদ্মার ইলিশ, বাংলাদেশের প্রসিদ্ধ রাজশাহীর শাড়িসহ কলকাতার ঐতিহ্যবাহী মিষ্টি পাঠানো হলো। সোমবার (১৬ অক্টোবর) কলকাতার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে এসব উপহার পাঠানো হয়।
প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছাড়াও পশ্চিমবঙ্গের গণ্যমান্য ব্যক্তিদের জন্য উপহার পাঠিয়ে থাকে কলকাতার বাংলাদেশের উপ-হাইকমিশন। এছাড়াও ইলিশের মৌসুমে বাংলাদেশের পদ্মার রুপালি ইলিশ ও বাংলাদেশের ঐতিহ্যবাহী আম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং বিশিষ্ট লোকজনকে উপহার হিসেবে পাঠিয়ে থাকে কলকাতার বাংলাদেশের উপ-দূতাবাস।