
আন্তর্জাতিক
যুদ্ধেরও কিছু নিয়ম আছে: ট্রুডো
গাজায় একটি মানবিক করিডোর খোলার আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, অবরুদ্ধ গাজার ২৩ লাখ মানুষ ভয়াবহ পরিস্থিতিতে আছেন। এই সংকট মোকাবিলায় তাদের জরুরি সহায়তা প্রয়োজন।
পার্লামেন্টে দেওয়া এক ভাষণে ট্রুডো বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে কানাডা। তবে তার মতে যুদ্ধেরও কিছু নিয়ম আছে। তিনি বলেন, সন্ত্রাস সবসময়ই অপ্রতিরোধ্য এবং কোনো কিছুই হামাসের সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন দিতে পারে না। এমনকি হামাস ফিলিস্তিনি জনগণ বা তাদের বৈধ আকাঙক্ষারও প্রতিনিধিত্ব করে না।