আন্তর্জাতিক

যুদ্ধেরও কিছু নিয়ম আছে: ট্রুডো

গাজায় একটি মানবিক করিডোর খোলার আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, অবরুদ্ধ গাজার ২৩ লাখ মানুষ ভয়াবহ পরিস্থিতিতে আছেন। এই সংকট মোকাবিলায় তাদের জরুরি সহায়তা প্রয়োজন।

পার্লামেন্টে দেওয়া এক ভাষণে ট্রুডো বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে কানাডা। তবে তার মতে যুদ্ধেরও কিছু নিয়ম আছে। তিনি বলেন, সন্ত্রাস সবসময়ই অপ্রতিরোধ্য এবং কোনো কিছুই হামাসের সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন দিতে পারে না। এমনকি হামাস ফিলিস্তিনি জনগণ বা তাদের বৈধ আকাঙক্ষারও প্রতিনিধিত্ব করে না।

ইসরায়েলে হামাসের হামলায় পাঁচ কানাডীয় নাগরিক নিহত হয়েছে এবং তিনজন এখনও নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এদিকে অবরুদ্ধ গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এর মধ্যে সর্বশেষ এক বিমান হামলায় ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণ অংশের একটি ভবনে ওই বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার পর প্রাথমিকভাবে প্রথমে ২৫ জনের ও পরে ৫৪ জনের কথা বলা হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে। এর আগে গাজার খান ইউনিস ও রাফাহ এলাকায় অবিরাম বোমা হামলার খবর পাওয়া গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button