ক্রীড়াঙ্গন
ইনজুরিতে হাসপাতালে সাকিব

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষ হবার আগেই মাঠ থেকে সরাসরি হাসপাতালে নেয়া হয়েছে সাকিব আল হাসানকে।
ব্যাটিংয়ের সময় পেশির ইনজুরিতে পড়েন তিনি। এরপর বল হাতে ১০ ওভার শেষ করেন। কিন্তু ম্যাচ শেষ করার আগেই উঠে যান ফিল্ডিং থেকে। স্ক্যান রিপোর্ট পাওয়ার পর জানা যাবে বিস্তারিত বলে জানান টিম ম্যানেজমেন্ট।
ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তিনি বলেন, সে (সাকিব) স্ক্যান করার জন্য গিয়েছে। আমরা পরে এই ব্যাপারে জানতে পারবো।
এদিকে ম্যাচ শেষ না হতেই সাকিব মাঠ ছাড়াই কিছুটা শঙ্কা তৈরি হয়েছে পরের ম্যাচে টাইগার অধিনায়ককে পাওয় নিয়ে।
এদিকে, ভারতোর বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ১৯ অক্টোবর।