জাতীয়

ঢাকায় আগামী রোববার ‘১ মিনিট শব্দহীন’ কর্মসূচি পালন করা হবে

শব্দদূষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে ঢাকা মহানগরীতে আগামী রোববার ‘১ মিনিট শব্দহীন’ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।

তিনি বলেন, সকাল দশটা হতে সকাল দশটা এক মিনিট পর্যন্ত ‘১ মিনিট শব্দহীন’ কর্মসূচি পালন করা হবে।

আজ সচিবালয়ে “শব্দদূষণ বন্ধ করি, নিরব মিনিট পালন করি” স্লোগান নিয়ে ১ মিনিট শব্দহীন’ কর্মসূচি পালন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

পরিবেশ সচিব বলেন, আগামী রোববার সকাল সাড়ে নয়টা থেকে সকাল দশটা পর্যন্ত ঢাকা মহানগরীর ১১টি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ কর্মসূচি পালন করা হবে। স্থানগুলো হলো সচিবালয়ের পাশে ওসমানী মিলনায়তনের সামনে, শাহবাগ মোড়, উত্তরা, বিজয়সরণী মোড়, মিরপুর-১০ গোলচত্বর, গাবতলী, মগবাজার, মহাখালী, গুলশান-১, বাসাবো বৌদ্ধ মন্দির ও যাত্রাবাড়ী চৌরাস্তা।

সংবাদ সম্মেলন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) মো. মিজানুর রহমান, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পরিবেশ) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button