আন্তর্জাতিক

শেয়ারবাজারের পর মুদ্রার মানে ধস, হুমকিতে ইসরায়েলের অর্থনীতি

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাতের মধ্যে ইসরায়েলি মুদ্রার ব্যাপক দরপতন হয়েছে। মার্কিন ডলারের বিপরীতে শেকেলের দর নেমে গেছে আট বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে।
সোমবার (৯ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংঘাতের মধ্যে শেকেলের প্রায় তিন শতাংশ দরপতন হয়েছে। মার্কিন মুদ্রার বিপরীতে ইসরায়েলি মুদ্রার সবশেষ মান ছিল ৩ দশমিক ৯৫।
ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মুদ্রাবাজারের অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে তিন হাজার কোটি ডলারের বৈদেশিক মুদ্রা বিক্রি করা হবে। এছাড়া, তারল্য বাড়াতে প্রয়োজনে আরও দেড় হাজার কোটি ডলার বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে তারা।
এক বিবৃতিতে ব্যাংকটি বলেছে, এই উদ্যোগ শেকেল বিনিময় হারে অস্থিরতা কমাতে এবং বাজারের প্রয়োজনীয় তারল্য নিশ্চিতে কাজ করবে।
এদিকে, ইসরায়েলে হামাসের হামলার ঘটনায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এর জেরে তেল আবিব স্টক এক্সচেঞ্জে ব্যাপক দরপতন হয়েছে।
রবিবার (৮ অক্টোবার) দেখা গেছে, ব্লু চিপ কোম্পানির টিএ-৩৫ সূচক কমেছ ৪ দশমিক ৮ শতাংশ। একই সঙ্গে বেঞ্চমার্ক টিএ-১২৫ এর সূচক কমেছে ৫ শতাংশ। অন্যদিকে টিএ-৯০ এর সূচক কমেছে ৫ দশমিক ৮ শতাংশ।
তাছাড়া টিএ-ব্যাংক সূচক এর পতন হয়েছে ৬ দশমিক ৩ শতাংশ। এখানে রয়েছে পাঁচটি বড় ব্যাংক

Related Articles

Leave a Reply

Back to top button