রাজনীতি

জাপার সঙ্গে বৈঠক করবে মার্কিন পর্যবেক্ষক দল

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল আজ সোমবার (  ৯ অক্টোবর) জাতীয় পার্টির (জাপা) সঙ্গে বৈঠক করবে।
বিষয়টি জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি দেলোয়ার জালালী  নিশ্চিত করেছেন।
এক ক্ষুদে বার্তায় দেলোয়ার জালালী বলেন, যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে জাতীয় পার্টি নেতাদের বৈঠক সোমবার ৯ অক্টোবর বিকেলে ৩টায় হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত হবে। বৈঠকে জাতীয় পার্টির পক্ষে অংশ নেবেন প্রেসিডিয়াম সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল (অব.), এমপি ও চেয়ারম্যান এর উপদেষ্টা মাসরুর মওলা।
প্রতিনিধি দল ৭ থেকে ১৩ অক্টোবর বাংলাদেশ সফরে নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক পর্যবেক্ষক, নারী ও যুব সংগঠন, সুশীল সমাজ, বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা এবং বিদেশি কূটনৈতিক মিশনগুলোর সঙ্গে বৈঠক করবে।

Related Articles

Leave a Reply

Back to top button