আন্তর্জাতিক

১৪০০ বছরের পুরনো কোরআনের পাণ্ডুলিপি পাওয়া গেল মিশরে

মিশরে পবিত্র কোরআনের সবচেয়ে পুরনো পাণ্ডুলিপিগুলোর একটি পাওয়া গেছে। হিজাজি হরফে লেখা ৩২ পৃষ্ঠার কোরআনটি রাখা হয়েছে মিশরের জাতীয় লাইব্রেরিতে। রয়টার্স জানায়, ইসলামের প্রথম সময়ের কোরআন কেমন ছিলো তার ধারণা দিচ্ছে মিসরের জাতীয় গ্রন্থাগারে সংরক্ষিত এই পাণ্ডুলিপি। হিজাজি হরফে লেখা হয়েছে এ পাণ্ডুলিপি।
গবেষকরা বলছেন, কোরআনের একদম শুরুর দিকের হরফ এটি। কপিটিতে রয়েছে ৩২টি পাতা, যা মূলত পশুর প্রক্রিয়াজাত চামড়া।
দেশটির প্রত্নতত্ত্ব কর্মকর্তা নশি মালাক জানান, হাদিদি কালি ব্যবহারে অনেক পুরনো হিজাজি হরফে লেখা হয়েছে কোরআনটি। এর পাতাগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায়, এগুলো মূলত প্রক্রিয়াজাত চামড়া। যা ‘রিক’ হিসেবে পরিচিত।
গবেষকরা বলছেন, উদ্ধারকৃত এ পাণ্ডুলিপির বয়স প্রায় ইসলামের বয়সেরই সমান। কোরআনটি লেখা হয়েছিল হিজরি সাল গণনার শুরুর দিকেই। আধুনিক ক্যালেন্ডারের হিসেবে পাণ্ডুলিপিটির বয়স দাঁড়ায় প্রায় ১৪০০ বছর।

Related Articles

Leave a Reply

Back to top button