রাজনীতি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরে সবার স্বাগত জানানো উচিত

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর  ঢাকা সফরে যারা প্রতিহতের ডাক দিয়েছেন, তাদের উচিত তাঁকে  বাংলাদেশে স্বাগত জানানো ।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিজ দফতরে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘মোদীর ঢাকা সফরকে কেন্দ্র করে একটি অংশের প্রতিহত করার ঘোষণায় সরকার মোটেও বিব্রত নয়। মোদীর সফরে নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। বাংলাদেশের জনগণ অতিথির সঙ্গে ভালো ব্যবহার করবে- এটাই আমাদের প্রত্যাশা।’

মুজিব বর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে এলে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সেতুমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Back to top button