জাতীয়জেলার খবর

আরসার শীর্ষ মন্ত্রাসী ও গান কমান্ডার মুছা গ্রেফতার

ক্ষিণের জেলা কক্সবাজারের টেকনাফ থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ সন্ত্রাসী ও গান কমান্ডার রহিমুল্লাহ প্রকাশ মুছাকে গ্রেফতার করেছে র‌্যাব।
টেকনাফের হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে আরসার শীর্ষ সন্ত্রাসী ও গান কমান্ডার মুছাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে টেকনাফের হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। একই সঙ্গে আরসার আরেক সন্ত্রাসী এবং তাদের সহযোগী বাংলাদেশি দুইজনকে গ্রেফতার করা হয়।
এই তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
তিনি গণমাধ্যমে জানান, টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকা অভিযান চালিয়ে আরসা’র শীর্ষ সন্ত্রাসী ও গান কমান্ডার রহিমুল্লাহ প্রকাশ মুছা, আরসার আরেক সন্ত্রাসী ও তাদের সহযোগী দুই বাংলাদেশিসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়। তাদের আস্তানা থেকে প্রায় ৫০ কেজি বিস্ফোরক সদৃশ বস্তু, দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
অভিযান সংক্রান্ত বিষয়ে বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন র‌্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

Related Articles

Leave a Reply

Back to top button