অন্যান্য খবর
ইনারহুইল ক্লাব অফ ঢাকা কসমোপলিটন ক্লাবের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাকার আর্মি গল্ফ ক্লাবে ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে ইনারহুইল ক্লাব অব ঢাকা। ক্লাবটি প্রতিষ্ঠিত হয় ১৯৯০ সালের ১লা সেপ্টেম্বর । এরপর ১৯৯১ সনে ক্লাবটির চার্টার প্রদান করা হয়। ক্লাবের ৩৩ তম Foundation day উপলক্ষে অনুষ্ঠানে ক্লাবের সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথি District 328 এর EC.সদস্যবৃন্দ কেক কেটে উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে ক্লাব প্রেসিডেন্ট তারানা নাশিদ বলেন, ক্লাব অনেক পথ পারি দিয়ে ইনারহুইল পরিবারে এক গর্বের জায়গায় দাঁড়িয়েছে। এর পিছনে প্রতিটা সদস্যের ক্লাবের প্রতি ভালবাসা ও নিষ্ঠা রয়েছে। Inner Wheel বিশ্বে আজ ১০০তম বছরে পা দিয়েছে। আর এই centinnial year এ InnerWheel Bangladesh কে বিশ্বে represent করছেন এ ক্লাবেরই চার্টার সদস্য নাইমা সাখাওয়াত, যা ক্লাবের জন্য অত্যন্ত গর্বের বিষয়। সারা বছর নানা প্রজেক্টের উদ্যোগ নেয় ক্লাবটি। প্রসূতি মার সেবা, দুস্থের সেবা, সুবিধাবন্চিত বাচ্চাদের লেখাপড়ার ব্যাবস্থা, শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের সাহায্য, প্রাকৃতিক দুর্যোগ, সবকিছুতেই ক্লাবটি এগিয়ে আসে। এবছর Inner Wheel District-328 এর Chairman এর থিম, Go Green for Better Life….এই লক্ষ্যকে সামনে রেখে ক্লাব বিভিন্ন বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করেছে।
উক্ত অনুষ্ঠানে Brain Tumour এ আক্রান্ত এক ১০ বছর মেয়েকে operation এর জন্য আর্থিক সহায়তা দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য দেন Past District Chairman শামসুন্নাহার রুবি এবং ক্লাবের চার্টার মেম্বার ও National Representative of Inner Wheel Bangladesh, নাইমা সাখওয়াত। ক্লাবের ইতিহাস সম্পর্কে নাইমা সাখওয়াত সবাইকে অবহিত করেন। বিশ্ব শান্তি দিবসকে সামনে রেখে সব সদস্য হাতে সাদা রিবন বাঁধেন এবং উপস্থিত অতিথিদের হাতে সাদা ব্যান্ড পরিয়ে দেন। এরপর উপস্থিত অতিথিদের নিয়ে ক্লাবের সদস্যগণ শান্তির প্রতীক পায়রা উরিয়ে দেন আকাশে।