জেলার খবর

অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা, আটক ২

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের চৌহালি উপজেলার স্থল ইউনিয়নের কোচগ্রামের যমুনা নদীর চর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় দুই বাল্কহেডসহ দুইজন গ্রেপ্তার।

আটকরা হলো, টাঙ্গাইল জেলার ভূঁয়াপুর উপজেলার সিরাজকান্দি গ্রামের আকবর হোসেনের ছেলে বেল্লাল হোসেন (২৬) ও একই উপজেলার সাড়িকাটা গ্রামের বাদশা শেখের ছেলে আমান
আলী শেখ (৫৫’) এরপর আটক ২জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ লাখ টাকা
জরিমানা করে বাল্কহেড সহ ছেড়ে দেয়া হয়।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে বালুদস্যুরা বাংলাা ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রির সময় শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের লোকজন মসজিদের মাইকে মাইকিং করে শত শত লোক জড়ো করে তাদের ধাওয়া করে আটক ব্রহ্মণগ্রামে এনে আটকে রেখে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে, এনায়েতপুর থানা ও চৌহালি নৌপুলিশ থানা ঘটনাস্থল থেকে দুই বাল্কহেড সহ দুইজনকে গ্রেপ্তার করে চৌহালি নৌপুলিশ থানায় নিয়ে যায়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চৌহালি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান।

এ বিষয়ে চৌহালি নৌপুলিশ থানার ইনচার্জ এসআই খারুক হসেন বলেন, চৌহালি
উপজেলার স্থল ইউনিয়নের কোচগ্রামের যমুনা নদীর চর থেকে বৃহস্পতিবার সকালে
বালুদস্যুরা বাংলাা ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রির সময়
পাশের ব্রাহ্মণগ্রামের লোকজন তাদের ধাওয়া করে আটক করে ব্রাহ্মণগ্রামে
নিয়ে যায়।

খবর পেয়ে চৌহালি নৌপুলিশ থানার একটি টিম আটক বালুদস্যু বেল্লাল হোসেনও একই উপজেলার আমান আলী শেখ সহ বাল্কহেড দু‘টি চৌহালি আনার পর ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালত বিচারক চৌহালি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান তাদের প্রতিজনকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করেন।

Related Articles

Leave a Reply

Back to top button