রাজনীতি

বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে জনগণের কষ্ট আওয়ামী লীগ বুঝবেনা : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জনবিচ্ছিন্ন বলেই, বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে জনগনের কতটা কষ্ট হবে, সেটা বোঝে না। 
রবিবার (১ মার্চ) দুপুরে জাতীয়তাবাদী মৎসজীবী দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব। এরপর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ এমন পর্যায়ে চলে গেছে যে তাদের লোকজনের ঘর থেকে, গোডাউন থেকে হাজার হাজার, শত শত কোটি টাকা পাওয়া যাচ্ছে। তাদের এখন সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা, ব্যথা- বেদনা, কষ্ট বোঝার শক্তিও নেই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনগতভাবে খালেদা জিয়াকে মুক্ত করার চেষ্টা চলছে। আন্দোলনই খালেদা জিয়ার মুক্তি আনবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। 

ফখরুল বলেন, আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা করেছি এবং করছি ।দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মনে করি তিনি শুধু বিএনপি নেতা নন । তিনি সমগ্র দেশের মানুষের মুক্তির নেতা। তিনি গণতন্ত্রের মুক্তির নেতা। সেই কারণে তার অসুস্থতা আমাদের সকলকে অত্যন্ত উদ্বিগ্ন করেছে এবং আমরা চেষ্টা করছি দুই বছর ধরেই তাকে একদিকে আইনগতভাবে অন্যদিকে রাজনৈতিকভাবে মুক্ত করবার জন্য। এই ভয়াবহ একটি ফ্যাসিস্ট সরকার যারা সমস্ত মানবিকবোধকে ধ্বংস করে দিয়েছে। তারা আজকে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে নেত্রীকে আটকে রেখেছে। রাজনৈতিক উদ্দেশ্যেই তারা বেগম খালেদা জিয়াকে যেটা তার প্রাপ্য জামিন সে জামিন তারা দিচ্ছে না। আমরা জনগণের কাছে যাচ্ছি। জনগণকে ঐক্যবদ্ধ করার কাজ করছি। আমরা বিশ্বাস করি জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই এই গণতন্ত্রের নেতা মুক্ত হবেন।

এসময় মৎস্যজীবী দলের আহ্বায়ক মাহতাব উদ্দী,সদস্য সচিব আব্দুর রহিম সহ-সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button