জাতীয়

বীমাখাতকে সম্পূর্ণভাবে ডিজিটাল করার আহবান প্রধানমন্ত্রীর

বীমাখাতকে সম্পূর্ণভাবে ডিজিটাল করার আহ্বান জানিয়ে আস্থা অর্জনে মনোযোগী হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বীমা গ্রহিতারা যেন প্রাপ্য অর্থ যেন সহজে পেতে পারে সেদিকে গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

১ মার্চ রবিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ১ম জাতীয় বীমা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উন্নত বিশ্বে বীমা অত্যন্ত জনপ্রিয় আর্থিক মাধ্যম হলেও বাংলাদেশে বীমাশিল্প কাঙ্খিত মাত্রায় উন্নতি করতে পারেনি। এর অন্যতম প্রধান কারন আস্থাহীনতা।

গ্রাহকের আস্থা অর্জন এ শিল্পের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকালে প্রথম জাতীয় বীমা দিবসে বীমা খাতের উন্নয়নে সরকারের নেয়া পদক্ষেপের ওপর আলোকপাত করেন প্রধানমন্ত্রী।

জীবনের প্রয়োজনে সবার বীমা করার ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী।
বীমাখাতকে সম্পূর্ণভাবে ডিজিটাল করার আহ্বান জানিয়ে আস্থা অর্জনে মনোযোগী হতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাগিদ দেন প্রধানমন্ত্রী।

এ খাতের আরও বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির সুযোগকে কাজে লাগাতে সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Back to top button