আদালত

দেশজুড়ে কোর্ট ফি ও স্ট্যাম্প সংকট, ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টের জরুরি চিঠি

 

বাংলাদেশ সুপ্রিম কোর্টসহ দেশের সব নিম্ন আদালত ও ট্রাইব্যুনালে স্ট্যাম্প, কার্টিজ পেপার, কোর্ট ফি ও ফলিও’র স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার এসকেএম তোফায়েল হোসেনের সই করা চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রইফ তালকুদারকে এই চিঠি পাঠানো হয়। একইসঙ্গে আইন ও বিচার বিভাগের সচিবকে চিঠির একটি অনুলিপি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘সম্প্রতি উচ্চ আদালতের গোচরীভূত হয়েছে যে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং দেশের ৬৪টি জেলায় স্ট্যাম্প, কার্টিজ পেপার, কোর্ট ফি ও ফলিও’র সংকট বিরাজ করছে। বিচারপ্রার্থীদের বাধ্য হয়ে কয়েক গুণ বেশি দামে ভেন্ডারদের কাছ থেকে এসব কিনতে হচ্ছে। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ভেন্ডারদের অভিযোগ— ট্রেজারিতে স্ট্যাম্প, কার্টিজ পেপার, কোর্ট ফি ও ফলিও-এর চরম সংকট থাকায় ট্রেজারি শাখা থেকে চাহিদামতো স্ট্যাম্প, কার্টিজ পেপার, কোর্ট ফি ও ফলিও’র সরবরাহ পাওয়া যাচ্ছে না।’

এমতাবস্থায় এই চিঠিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টসহ অধস্তন সব আদালত ও ট্রাইব্যুনালে স্ট্যাম্প, কার্টিজ পেপার, কোর্ট ফি ও ফলিও’র স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনুরোধ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button