বিনোদুনিয়া

আজ পরীমণির জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন

আজ (১৭ সেপ্টেম্বর) পরীমণির জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। শনিবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে এ কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু কেন গুরুত্বপূর্ণ- ভেঙে বলেননি। বিষয়টি নিয়ে এখনও কিছু জানাননি অভিনেত্রী। তবে তার ওই পোস্টের মন্তব্যের ঘরে জানিয়েছেন, ঠকেছেন তিনি।
শনিবার (১৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে পরীমণি লেখেন, ‘কালকের দিনটা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি দিন! মন্তব্যের ঘরে সহকর্মীদের অনেকে মন্তব্য করেছেন।
নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘মা তোমার সব ভালো হবে।কারণ তুমি একজন ভালো মনের মানুষ, ভালো অভিনয়শিল্পী, একজন কৃতজ্ঞ মানুষ।শুভ কামনা। এর জবাবে পরী লেখেন, ‘সব থেকে বড় কথা আমি বেঈমান না। কাউকে ঠকাইনি কোনোদিন। শুধু ঠকাইলো।’ তবে কে ঠকিয়েছে পরীমণিকে— সে বিষয়ে কিছু লেখেননি অভিনেত্রী।
পরীমণির পোস্টে আরও এক নেটাগরিক লিখেছেন, ‘দিনটি আনন্দময় ও মনের মতো হোক।’ জবাবে অভিনেত্রী লিখেছেন, ‘হোক, কষ্টের অবসান।’
প্রিয় তারকা কখন বিষয়টি পরিষ্কার করবেন, কে ঠকিয়েছেন তাকে জানতে অনুরাগীরা আছেন অপেক্ষায়।

Related Articles

Leave a Reply

Back to top button