খেলা

শিরোপা নির্ধারণী ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার বিপক্ষে আজ (১৭ সেপ্টেম্বর) এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামছে ভারত। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামবে দুই দল। এবারের আসরে পূর্নশক্তির দল ছাড়াই খেলতে হয়েছে লঙ্কানদের। অপরদিকে চোট কাটিয়ে সদ্য দলে ফেরা ক্রিকেটারদের নিয়েই এবারের মিশন শুরু করে ভারত। সুপার ফোরে প্রথম দুই ম্যাচ জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করে রোহিত শর্মা, অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে জয়ী হয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে দাসুন শানাকারা। আজ (১৭ সেপ্টেম্বর) এ টুর্নামেন্টে সপ্তম শিরোপার লক্ষ্যে খেলতে নেমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।
এদিকে ফাইনালের আগে দুই দলেই এসেছে চোটের হানা। ইনজুরির কারণে শ্রীলঙ্কা দল থেকে ছিটকে গেছেন স্পিনার মাহেশ থিকসানা। অন্যদিকে বংলাদেশের বিপক্ষে ভারতের সবশেষ ম্যাচে রান তাড়া করতে গিয়ে চোটে পড়েন ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেল। ফলে দুই দলই আজই মাঠে নেমেছে একাদশে পরিবর্তন নিয়ে।
ভারত একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর
শ্রীলঙ্কা একাদশ:
পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাউইক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েললাগে, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা, দুশান হেমান্ত

Related Articles

Leave a Reply

Back to top button