ডেঙ্গু তদন্তে ফের সময় চাইবে বিচারিক কমিটি
আবারো বাড়তে শুরু করেছে মশার উপদ্রব। ডেঙ্গু ও চিকুনগুনিয়া নির্মূল করতে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে গঠিত বিচারিক তদন্ত কমিটি প্রতিবেদন দাখিলে ফের সময় চেয়ে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে।
রোববার (০১ মার্চ) এ তথ্য জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। তিনি জানান, প্রতিবেদন দাখিলে আরও ১০ দিন সময় চেয়ে আবেদন করা হবে।
গত বছরের ১২ নভেম্বর ঢাকা জেলা জজের নেতৃত্বে দুই সদস্যের কমিটিকে বিষয়টি তদন্ত করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এই কমিটিকে ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছিল।
পরে কমিটি দুই মাস সময় চেয়ে আবেদন করলে ২১ জানুয়ারি বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ প্রতিবেদন দাখিল করতে ১ মার্চ পর্যন্ত সময় দেন।
এর আগে ২০১৯ সালের ৪ জুলাই ঢাকা সিটিতে ডেঙ্গু-চিকুনগুনিয়াসহ এডিস মশা নির্মূল ও ধ্বংসে অগ্রাধিকার ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়ে রুল জারি করেন হাইকোর্ট।