জাতীয়

ঘূর্ণিঝড় বিধ্বস্ত লিবিয়ায় বাংলাদেশের মানবিক সহায়তা পৌঁছেছে

লিবিয়ায় ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও এর প্রভাবে ভয়াবহ বন্যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের মানবিক ত্রাণ সহায়তা লিবিয়া সরকারের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল হাসনাত শুক্রবার বিকেলে লিবিয়র মানবিক ত্রাণ সংস্থার বোর্ডের সদস্য ইসা আল ফাল্লার কাছে এই সহায়তা হস্তান্তর করেন।

এর আগে, লিবিয়র দুর্যোগ-কবলিত মানুষের জন্য মানবিক সহায়তা বহনকারী বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে বিমান শুক্রবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে বেনগাজি পৌঁছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মানবিক সহায়তা পাঠানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে সমন্বয় করে।

Related Articles

Leave a Reply

Back to top button