জাতীয়

শুরু হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক জলবায়ু সম্মেলন

ঢাকায় শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অংশগ্রহণে ‘আঞ্চলিক জলবায়ু সম্মেলন ২০২৩। শুক্রবার (৮ সেপ্টেম্বর) হোটেল শেরাটনে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

আঞ্চলিক জলবায়ু সম্মেলনে উদ্ভোধনী বক্তব্য দেন-প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ এর প্রধান পৃষ্ঠপোষক সাবের হোসেন চৌধুরী। এর আগে স্বাগত বক্তব্য দেন ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের আহ্বায়ক নাহিম রাজ্জাক।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক জলবায়ু সম্মেলন ২০২৩ এর উপদেষ্টা পিকেএসএফ এর চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ ও ক্লাইমেট পার্লামেন্ট ইন্ডিয়ার চেয়ারম্যান এবং ক্লাইমেট স্টিমেটস কমিটির চেয়ারপারসন সঞ্জয় জৈশাল ও ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের চেয়ারপারসন তানভির শাকিল জয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, এ শীর্ষ সম্মেলন নীতিনির্ধারক, কূটনীতিক, জ্বালানি বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, যুব এবং অন্যান্য স্টেকহোল্ডারদের স্থিতিস্থাপক দক্ষিণ এশিয়ার প্রতি তাদের চিন্তাভাবনা নিয়ে আলোচনা করতে এক ছাতার নিচে নিয়ে আসার কথা বলেছেন।

তিন দিনব্যাপী এ আয়োজনে দক্ষিণ এশিয়ার দেশ ভারত, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপসহ বিভিন্ন দেশের সংসদ সদস্য, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারক, করপোরেট সেক্টর, উন্নয়ন সহযোগী দেশীয় ও আর্ন্তজাতিক সংস্থাসহ বিভিন্ন সেক্টরের ব্যক্তিরা উপস্থিত থাকবেন। সম্মেলনে ৪টি থিমেটিক সেগমেন্ট ও ১৯ টি সেশনে আলোচক (প্যানেলিস্ট) হিসেবে অংশগ্রহণ করবেন ১২০ জন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Related Articles

Leave a Reply

Back to top button