খেলা

বিশ্বকাপে প্রথমবারের মতো বাংলাদেশি আম্পায়ার

আসন্ন বিশ্বকাপের টুর্নামেন্টে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন যারা তাদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। আর তাতে প্রথম বাংলাদেশী হিসেবে জায়গা পেয়েছেন সাবেক ক্রিকেটার এবং আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপের প্রথম ম্যাচেই দায়িত্ব পালন করবেন সৈকত। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে তিনি দায়িত্ব পালন করবেন চতুর্থ আম্পায়ার হিসেবে। সেদিন মূল আম্পায়ারের দায়িত্ব পালন করবেন নিতিন মেনন এবং কুমার ধর্মসেনা এবং টিভি আম্পায়ারিং এর দায়িত্বে থাকবেন পল উইলসন।
আইসিসি আজ আসন্ন বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য ১৬ জন আম্পায়ার এবং ৪জন ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করেছে। তবে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচে কারা দায়িত্ব পালন করবেন তা পরে জানানো হবে। এদিকে ঘোষীত তালিকায় আইসিসির ইমার্জিং আম্পায়ার প্যানেল থেকে নেয়া হয়েছে ৪ জনকে যাদের মধ্যে একজন বাংলাদেশী সৈকত। এছাড়া বাকি ১২ জনই আইসিসির এলিট আম্পায়ার প্যানেলের সদস্য।
সাবেক বাঁহাতি স্পিনার সৈকত ক্রিকেট ছাড়ার পর দীর্ঘদিন ধরেই যুক্ত আছেন আম্পায়ারিংয়ে। তিনি ইতিমধ্যেই ৯টি টেস্ট, ৫২টি ওয়ানডে এবং ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এলিট প্যানেলের যে ১২ জন বিশ্বকাপে আম্পায়ারিংয়ের দায়িত্ব পেয়েছেন তারা হলেন- ক্রিস্টোফার গ্যাফানে (নিউজিল্যান্ড), কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা), মারাইস এরাসমাস (দক্ষিণ আফ্রিকা), মাইকেল গফ (ইংল্যান্ড), নিতিন মেনন (ভারত), পল রেইফেল (অস্ট্রেলিয়া), রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড), রিচার্ড কেটেলবরো (ইংল্যান্ড), রড টাকার (অস্ট্রেলিয়া), জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ), আহসান রাজা (পাকিস্তান) ও আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা)।

Related Articles

Leave a Reply

Back to top button