খেলা

এশিয়া কাপ অসমাপ্ত রেখে দেশে ফিরছেন মুশফিক!

এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আগামীকাল (৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। আর এই ম্যাচ শেষেই দেশে ফিরতে চান মুশফিকুর রহিম। পারিবারিক কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলেটিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন মুশফিকুর।
বিসিবি সূত্রে জানা গেছে, মুশফিক এবং জান্নাতুল কেফাইয়াত মন্ডি দম্পতির সংসারে আসতে যাচ্ছে নতুন অতিথি। দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই টুর্নামেন্টের বাকি ম্যাচ অসমাপ্ত রেখে দেশে ফেরার চিন্তা করছেন মুশফিকুর। টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন ১২ সেপ্টেম্বরের মধ্যে তার ঢাকায় থাকা প্রয়োজন।
সুপার ফোরে বাংলাদেশের শেষ ম্যাচ ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে। মুশফিকের পারিবারিক এই বিষয়টি বাংলাদেশ দলও গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে জানা গেছে। এর আগে ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহও সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপের মাঝপথে ভারতে ফিরে গিয়েছিলেন।
মুশফিকের পরিবর্তে আর কাউকে শ্রীলঙ্কায় পাঠানো হবে কি না, তা এখনো নিশ্চিত করে জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button