জাতীয়

রাজধানীতে ৪২ ছিনতাইকারী গ্রেফতার

ছিনতাইয়ের শিকার হওয়ার সঙ্গে সঙ্গে থানায় গিয়ে মামলা করতে নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন। তিনি বলেন, ছিনতাইয়ের ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যক্তি যদি থানায় গিয়ে মামলা না করে তবে পুলিশের পক্ষে ছিনতাই রোধ করা সম্ভব নয়।

২৯ ফেব্রুয়ারি শনিবার, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪২ ছিনতাইকারী গ্রেফতারের তথ্য জানাতে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বাতে বলেন, কোন থানা যদি এ বিষয়ে মামলা নিতে অনীহা প্রকাশ করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, গেলো কয়েকদিনের অভিযানে মহাখালী,বনানী,নিউমার্কেট, যাত্রাবাড়ী এলাকায় রিক্সা ও পায়েহাটা যাত্রীদের ছিনতাই করা চক্রের ৪২ সদস্যকে আটক করে তারা। তাদের কাছ থেকে ৭৪টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ ও ১টি ট্যাব ও ছিনতাইকাজে ব্যবহৃত ১৩টি ছুরি এবং ২টি চাপাতি উদ্ধার করে ডিবি।

মুগদার ছিনতাইয়ের ঘটনায় হত্যা মামলা করা হবে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। এক প্রশ্নের জবাবে আরও বলেন, আলোচিত ছিনতাইয়ের সকল অপরাধীদের সনাক্ত করা হবে।

কমপ্লিট আইনের আওতায় না আনলে ছিনতাই কমবে না মন্তব্য করে বাতেন বলেন, অন্ধকার জায়গায় বেশি হয় ছিনতাই। এজন্য সিটি করপোরেশন যেন লাইটের ব্যবস্থা করে।

ছিসতাই হওয়া মোবাইল ফোন কেনে তাদের বিরুদ্ধেও শিগগিরই পুলিশ অভিযানে নামবে বলেও জানান আব্দুল বাতেন।

Related Articles

Leave a Reply

Back to top button