রাজনীতি

রবিবার রাজধানীজুড়ে বিএনপির বিক্ষোভ কর্মসূচী ঘোষণা

বিএনপির বিক্ষোভ কর্মসূচী পালনের কথা ছিলো তা পুলিশ বাধা দিচ্ছে, তারা সমাবেশ করতে দিচ্ছেনা।সমাবেশ করতে না পারায় আগামীকাল রাজধানীর সকল থানা এলাকায় বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

এদিকে, বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী সোমবার ২রা মার্চ সারাদেশের জেলায় জেলায় মানববন্ধন ও ঢাকায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার ঘোষণা দেন তিনি।

এদিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের ম্যান্ডেটবিহীন সরকার জনগণের অধিকার কেড়ে নিযেছে, তারই ধারাবাহিকতায় বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়না, মানববন্ধন করার স্পেস দেয়না। জনগণের আকাঙ্খা দমিয়ে রেখে এই সরকার রাষ্ট্র পরিচালনা করতে চায়।

পরিকল্পিতভাবেই ষড়যন্ত্র করে অসুস্থ বেগম জিয়াকে আটকে রেখেছে বর্তমান সরকার,এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিএনপি চেষ্টা করে যাচ্ছে গণতান্ত্রিক উপায়েই বেগম জিয়াক মুক্ত করতেে।

Related Articles

Leave a Reply

Back to top button