জাতীয়

রাজধানীতে ছুরিকাঘাতে ১ যুবককে হত্যা

রাজধানীর মহাখালীতে এক যুবককে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৯টার কিছু পর মহাখালীর আমতলীতে এ ঘটনা ঘটে।

নিহত শিপু মহাখালীর ভূঁইয়া মহাখালীর বাড়ির গলির আব্দুস সাত্তারের ছেলে। ওই গলিতে একটি মুদি দোকান ছিলো তার।

প্রত্যক্ষদশীরা জানায়, শিপু কয়েকজন বন্ধু নিয়ে আড্ডা দিচ্ছিল। এসময় ওই এলাকার অনন্ত নামের একটি ছেলে তাকে ডেকে নিয়ে ছুরি দিয়ে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়।

পরে বন্ধুরা উদ্ধার করে মহাখালী মেট্রো হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তবে, কি কারণে এই হত্যাকাণ্ড তা এখনো জানা যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Back to top button