আন্তর্জাতিক

১০ সেপ্টেম্বর ঢাকায় আসছেন এমানুয়েল ম্যাক্রোঁ

দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলন শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ১০ সেপ্টেম্বর ঢাকায় আসছেন। দীর্ঘ তিন দশক পর এটি হবে ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের প্রথম ঢাকা সফর।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর বাংলাদেশ সফরে বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইত্যাদি ইস্যুতে আলোচনা হবে বলে আশা বিশ্লেষকদের।
সোমবার (৪ সেপ্টেম্বর) ঢাকার ফরাসি দূতাবাসের এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ৯ সেপ্টেম্বর ইমানুয়েল ম্যাক্রোঁ ভারতের দিল্লিতে পৌঁছবেন। সেখান থেকে দ্বিপক্ষীয় সফরে ১০ সেপ্টেম্বর ঢাকায় আসবেন তিনি।
ঢাকায় অবস্থানের সময় ফ্রান্সের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পাশাপাশি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন। ১১ সেপ্টেম্বর তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।
এর আগে সর্বশেষ ১৯৯০ সালে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশ সফর করেছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button