আদালত

ড. ইউনূসের মামলায় প্রধান ও একমাত্র আইনজীবী খুরশীদ আলম

ফারজানা আফরিন: 

ড. মুহাম্মদ ইউনূসের মামলায় কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তরের প্রধান ও একমাত্র আইনজীবী হিসেবে খুরশীদ আলম খানকে ঘোষণা করা হয়েছে। বিষয়টি আইনজীবী খুরশীদ আলম খান নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

খুরশীদ আলম বলেন, শ্রম আদালতে চলমান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিপ্তরের প্রধান ও একমাত্র আইনজীবী হিসেবে তাকে ঘোষণা করা হয়েছে। আগামী মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) আদালতে যাবেন বলে নিশ্চিত করেন তিনি।

এর আগে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিপ্তরের পক্ষে আইনি লড়াইয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর হায়দার আলীকে নিয়োগ দেয় সরকার। কিন্তু এ অবস্থায় সরকারের নিয়োগ করা আইনজীবী থাকলে মামলা লড়বেন না বলে জানিয়েছিলেন আইনজীবী খুরশীদ আলম। তিনি বলেন, একটি মামলা দুজন আইনজীবী লড়লে মামলা ক্ষতিগ্রস্ত হয়।

উল্লেখ্য, শ্রমিকদের পাওনা টাকা পরিশোধ না করায় আরও ১৮টি মামলা হয়েছে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। গত ২৮ আগস্ট ঢাকার তৃতীয় শ্রম আদালতে গ্রামীণ টেলিকমের ১৮ জন শ্রমিক বাদী হয়ে পৃথকভাবে মামলাগুলো করেন।

Related Articles

Leave a Reply

Back to top button