জাতীয়

দিল্লিতে সাম্প্রদায়িক সহিংসতায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্বেগ

ভারতে সাম্প্রদায়িক সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। পাশাপাশি ভারতের অসাম্প্রদায়িক গণতন্ত্রের ধারাবাহিকতায় সংখ্যালঘুদের সুরক্ষায় এগিয়ে আসতে ভারত সরকার ও সেখানকার জনগণের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি এ ধরণের পরিস্থিতি নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে ভারতের সরকারের প্রতি আহবান জানান তারা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনটির স্থায়ী কমিটির সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ড. নিম চন্দ্র ভৌমিক। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, অ্যাডভোকেট সুব্রুত চৌধুরী, কাজল দেবনাথ, জয়ন্তী রায়, মনীন্দ্র কুমার নাথ, পদ্মবতী দেবী, অ্যাডভোকেট কিশোর রঞ্জন মন্ডল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button