ক্রীড়াঙ্গন

টসে জিতে ব্যাটিংয়ে ভারত

এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত দলপতি রোহিত শর্মা।

ভারতের বিপক্ষে ম্যাচের একদিন আগেই নিজেদের একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে খেলা জয়ী দল নিয়েই আজ ভারতের মোকাবেলা করতে নামবেন অধিনায়ক বাবর আজমের। সে ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

এদিকে ইনজুরি কাটিয়ে ভারত পাকিস্তান ম্যাচের মধ্য দিয়ে ফিরেছেন জসপ্রিত বুমরাহ। সেই সঙ্গে ভারতের পেস ডিপার্টমেন্ট সামলাবেন শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।

এখন পর্যন্ত এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টের ওয়ানডে ফরম্যাটে দুই দল এখন পর্যন্ত মোট ১৩ বার মুখোমুখি হয়েছে। এর ভেতর ৭টিতে জিতেছে ভারত। ৫টি ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়া সম্ভব হয়েছে পাকিস্তানের পক্ষে। ১টি ম্যাচের আসেনি কোনো ফল।

পাকিস্তান একাদশ:
ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ঈষাণ কিষাণ (উইকেটরক্ষক), বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, হার্দিক পান্ডিয়া, রাবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

Related Articles

Leave a Reply

Back to top button