আদালত
নৌবন্দরে প্রবেশে ১০ টাকা ফি নেয়া বন্ধে হাইকোর্টের রুল
ফারজানা আফরিন:
সদরঘাটসহ দেশের সব নৌবন্দরে প্রবেশের সময় দশ টাকা ফি নেওয়া কেন অবৈধ হবে না—জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানিতে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মুহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
নৌপরিবহন মন্ত্রণালয় সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মোকছেদ আলী ও মো. সারোয়ার আলম। এর আগে গত ২৫ জুন এ বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।