খেলা
ভারতের বিপক্ষে একাদশ ঘোষণা পাকিস্তানের
আজ পাকিস্তানের মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। আর ম্যাচের একদিন আগেই একাদশ ঘোষণা করে দিল পাকিস্তান।
এবারের আসরের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের যে দলটি নেপালের বিপক্ষে খেলেছে, ভারতের বিপক্ষেও একই দল মাঠে নামবে।
সব বৈরিতাকে পেছনে ফেলে ম্যাচ যখন মাঠে গড়ানোর অপেক্ষায় ঠিক তখন নতুন করে এক শঙ্কা অবশ্য উঁকি দিচ্ছে। ক্যান্ডির আকাশে এদিন দেখা যেতে পারে মেঘের আনাগোনা। আবহাওয়া অফিস বলছে এদিন ক্যান্ডিতে বৃষ্টির সম্ভাবনা ৯১ শতাংশ।
রিজার্ভ ডে না থাকায় বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তেও যেতে পারে। সেই ক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হবে দুই দলকে।
পাকিস্তানের একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ।