অপরাধ-আদালত
চেম্বার আদালতে একদিনে ২৬৬ মামলা নিষ্পত্তির রেকর্ড

ফারজানা আফরিন:
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে পহেলা সেপ্টেম্বর থেকে শরৎকালীন অবকাশ শুরু হতে যাচ্ছে। দীর্ঘ এক মাস আট দিন বন্ধ থাকবে আদালতের নিয়মিত কার্যক্রম। এই ছুটির পূর্বে গতকাল বুধবার (৩০ আগস্ট) ছিলো আপিল বিভাগের চেম্বার আদালতের শেষ কর্ম দিবস।
আর এদিন মামলা নিষ্পত্তিতে রেকর্ড গড়েছেন সুপ্রিম কোর্টের এই আদালত। এক কার্য দিবসে ২৬৬ মামলা নিষ্পত্তি করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম। এদিন দুপুর আড়াইটার পর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চেম্বার আদালতের কার্যক্রম চলে।
আইনজীবীরা বলছেন, এর আগে চেম্বার আদালতে একদিনে একসঙ্গে এত মামলা নিষ্পত্তি হওয়ার রেকর্ড নেই। মামলা জট কমাতে বিচারকের এমন উদ্যোগ ও কর্ম তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।