অপরাধ-আদালত
প্রধান বিচারপতির শেষ কর্মদিবস আজ

ফারজানা আফরিন:
অবসরে যাচ্ছেন দেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আগামী ২৫ সেপ্টেম্বর তিনি অবসরে যাবেন। তবে পহেলা সেপ্টেম্বর থেকে সর্বোচ্চ আদালতে শরৎকালীন অবকাশ শুরু হওয়ায় আজকেই শেষ দিনের মতো এজলাসে উঠেছেন তিনি।
এ উপলক্ষে রেওয়াজ অনুযায়ী আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) সুপ্রিম কোর্টের এক নম্বর বিচারকক্ষে তাঁকে বিদায় সংবর্ধনা দেবে অ্যাটর্নি জেনারেল কার্যালয় এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২০২১ সালের ৩১ ডিসেম্বর প্রধান বিচারপতি পদে দায়িত্ব গ্রহণ করেন। তিনি টানা ২০ মাস বিচারিক দায়িত্ব পালন করেন।