ক্রীড়াঙ্গন

বাফুফে একাডেমীর দূত হলেন অভিনেতা জাহিদ হাসান

বাফুফের ডেভলপমেন্ট কমিটির সভা শেষেই হয়েছে সংবাদ সম্মেলন। পূর্ব নির্ধারিত সেই সম্মেলনে বাড়তি চমক জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। যদিও ফুটবলানুরাগী জাহিদ আগে থেকেই ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্থায়ী সদস্য। তিনি এবার বাফুফে একাডেমীর দূত হিসেবে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সম্পৃক্ত হয়েছেন।
সংস্কৃতি-অভিনয় জগতের জাহিদ ফুটবলের দূত হয়ে বেশ উচ্ছ্বসিত-ই। বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন,‌ ‘আমি ছোটবেলা থেকেই ফুটবলপ্রেমী। এখনও ফুটবলের খোঁজ-খবর রাখি। ফুটবল ফেডারেশন থেকে আমাকে প্রস্তাব করা হলে আমি সঙ্গে সঙ্গে সম্মতি দেই। আমার মাধ্যমে দুজনও যদি ফুটবলে উদ্বুদ্ধ হয় সেটাই আমার স্বার্থকতা।’
তবে জাহিদ সামাজিক দায়বদ্ধতা থেকেই এর সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, এজন্য বাফুফে তাকে কোনো অর্থ প্রদান করবে না। সমাজের মধ্য ও উচ্চবিত্ত পরিবারের অনেকেই ছেলেদের সুস্বাস্থ্যের জন্য ফুটবল শেখাতে চায়। রাজধানী ঢাকায় এরকম ফুটবল একাডেমী নেই। তাই বাফুফে বিষয়টি অনুধাবন করে ‌‘ফুটবল ফর হেলথ’ স্লোগানে একাডেমীর যাত্রা শুরু করছে। যেখানে অনূর্ধ্ব-৮ থেকে ১১ পর্যন্ত ৪০ জন এবং অনূর্ধ্ব-১১ থেকে ১৪ পর্যন্ত ৪০ জন ফুটবল শিখতে পারবে। আগ্রহীদের বাফুফের নির্ধারিত ফরম দুই হাজার টাকা দিয়ে সংগ্রহ করে মাসিক তিন হাজার টাকা দিয়ে ভর্তি হতে হবে।
ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক ভর্তি কার্যক্রম সম্পর্কে বলেন, ‌‌‘ফরমটি বাফুফে ভবনে এসে সংগ্রহ করতে হবে। আমরা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ভর্তি নেব। পরবর্তীতে প্রতি ব্যাচে সংখ্যা বাড়তে পারে এবং রাজধানীর বিভিন্ন স্থানে ও জেলা পর্যায়ে এই একাডেমী ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

Related Articles

Leave a Reply

Back to top button