জেলার খবর

শাহজাদপুরে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকায় এক যুবক গ্রেফতার

সিরাজগঞ্জের শাহজাদপুরের পৌর সদরের দেওয়ান পাড়া থেকে নিজ বাসভবনের নিচতলায় অনলাইন ক্যাসিনো কারবারের সঙ্গে জড়িত থাকায় এক যুবককে আটক করেছে সিআইডি বাংলাদেশ পুলিশের একটি বিশেষ শাখা।

জানা গেছে, দীর্ঘদিন সিরাজগঞ্জের শাহজাদপুরের অ্যাডভোকেট আফতাব হোসেনের পুত্র রানা তার নিজস্ব ভবনের নিচতলায় কম্পিউটারে অনলাইন ব্যবসার নামে অনলাইন ক্যাসিনো খেলার সঙ্গে জড়িত ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম নেতৃত্বে ঢাকা থেকে এসে শাহজাদপুর থানা পুলিশের সহযোগীতায় বুধবার ভোরে তার বাসায় অভিযান চালায়। অভিযান চলাকালে অনলাইন ক্যাসিনতে ব্যবহৃত প্রায ১৫ থেকে ১৮ টি কম্পিউটার ও ল্যাপটপ জব্দ করে। এ সময় অভিযুক্ত রানাকে (৪০) গ্রেফতার করা হয়।

একটি গোপন সূত্রে জানা গেছে শাহজাদপুরে আরো একাধিক ব্যক্তি এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়।

শাহজাদপুর থানার এ এস আই সুমন চন্দ্র জানান, সিআআডি পুলিশ অভিযুক্ত রানাকে আটক করে ঢাকায় নিয়ে যায়’। এদিকে ক্যাসিনোর ঘটনায় গোটা শাহজাদপুরে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button