ক্রীড়াঙ্গন
এশিয়া কাপের সময়সূচি

আজ বুধবার (৩০ আগস্ট) থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে কাল মুখোমুখি হবে পাকিস্তান এবং নেপাল। হাইব্রিড মডেল অনুযায়ী পাকিস্তান এবং শ্রীলঙ্কা, দুই দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এবারর আসর। এতে অংশ নিতে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই রবিবার (২৭ আগস্ট) দেশ ছেড়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে টাইগাররা ৩১ আগস্ট মুখোমুখি হবে শ্রীলঙ্কার।
এদিকে এবারের আসরে ভারত প্রতিবেশী দেশ পাকিস্তানে গিয়ে খেলতে রাজি না হওয়ায় হাইব্রিড মডেলে মাত্র চারটি ম্যাচ রাখা হয়েছে পাকিস্তানে। টুর্নামেন্টের ফাইনাল সহ বাকি সব ম্যাচই আয়োজিত হবে শ্রীলঙ্কায়। খেলার সময়সূচিগুলি নিম্নরূপ:
