ক্রীড়াঙ্গন

সাকিবরা শ্রীলঙ্কায় পৌঁছেছে

এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে আগামী ৩০ আগস্ট। বাংলাদেশের টাইগাররা আজ শ্রীলঙ্কায় পৌঁছেছে। এ মাসের ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন। 
তাই এবারের টুর্নামেন্টে অংশ নিতে রোববার (২৭ আগস্ট) শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। এদিন বিকালে কলম্বো বিমানবন্দরে নামেন সাকিব আল হাসানরা।
এর আগে রোববার সকালেই দেশ ছেড়েছে বাংলাদেশ দল।
এশিয়া কাপ মিশনে রওনা হওয়ার আগে গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলনায়ক সাকিব আল হাসান বলেছেন, অভিজ্ঞ ক্রিকেটাররা দলে কতটা অবদান রাখতে পারেন, তার ওপর সবকিছু নির্ভর করে।
আর হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, তিনি দলের প্রস্তুতি নিয়ে খুশি।

Related Articles

Leave a Reply

Back to top button