আদালত

আগাম জামিনের ক্ষেত্রে আত্মসমর্পণের নির্দেশ দিতে পারবে না হাইকোর্ট

ফারজানা আফরিন

কোনো মামলায় গ্রেপ্তারের শঙ্কায় থাকা আসামির আগাম জামিনের ক্ষেত্রে হাইকোর্ট আত্মসমর্পণের নির্দেশ দিতে পারবেন না বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় দায়ের করা এক মামলার শুনানি শেষে আজ রোববার (২৭ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এদিন মামলার আসামি সৈয়দ আশফাক ও তার স্ত্রীর নিম্ন আদালত থেকে নেয়া জামিন বাতিল করে দেয় হাইকোর্টের আপিল বিভাগ। একইসাথে হাইকোর্টের দেওয়া আত্মসমর্পণের নির্দেশও বাতিল করে আপিল বিভাগ।
তাদেরকে নতুন করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

এর আগে গত ৪ আগস্ট শাহজাহান রোডের একটি ভবনের আট তলা থেকে পড়ে আহত হয় এক শিশু গৃহকর্মী। পরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে নেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Back to top button