বিনোদন

আমাকে মৌখিকভাবে ধর্ষণ করা হয়েছে: স্বস্তিকা

তোয়ালে গায়ে জড়িয়ে সামাজিক মাধ্যমে ছবি দিয়ে কটাক্ষের শিকার হয়েছেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। যে যেভাবে পেরেছেন তাকে কটুকথা শুনিয়েছেন। অশ্লীল বাক্যব্যয়েও করেননি কার্পণ্য। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন স্বস্তিকা। বললেন, ‘আমাকে মৌখিকভাবে ধর্ষণ করা হয়েছে।’
তিনি বলেন, ‘ইনস্টাগ্রামে তোয়ালে গায়ে চারটা ছবি পোস্ট করেছিলাম। সোশ্যালের নীতি পুলিশদের কথা বাদই দিলাম। ওদের তো গোটা জীবন ধরে সহ্য করে আসছি। পাত্তাও দিই না। তবে ৯০ শতাংশ কমেন্টে আমাকে মৌখিকভাবে ধর্ষণ করা হয়েছে। যতটা খারাপ ভাষায় প্রয়োগ করা যায় আর কি! কী রকম জায়গায় আমরা পৌঁছেছি সত্যি।’
এর আগে নিজের ইনস্টাগ্রামে তোয়ালে জড়ানো ছবি দিয়ে স্বস্তিকা লিখেছিলেন, ‘৪০ বছর বয়সে আমার স্তন যে রকম হওয়া উচিত, আমি সেই পরিবর্তনকে উপভোগ করছি। না ক্যামেরন ডিয়াজের মতো সেটা হতে পারে না। ব্রা স্ট্র্যাপের মার্কস নিয়েও আমার অত মাথাব্যথা নেই। মুখের ভাঁজ নিয়ে আমি আনন্দিত। না এটা কোনো ত্বকের রোগ নয় যে তড়িঘড়ি চিকিৎসা করাতে হবে। আর হ্যাঁ, ১৫ বছর পর চুল বড় করছি বলে আমার এই ছোট্ট ঝুঁটি নিয়ে খুব আনন্দিত।’
এরপরই স্বস্তিকাকে কটাক্ষ শুরু করেন নেটাগরিকরা। মন্তব্যের ঘর কুরুচিকর কথাবার্তায় ভরিয়ে দিতে থাকেন তারা। তারপরই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন স্বস্তিকা।

Related Articles

Leave a Reply

Back to top button