বিনোদন
পরীর বাসায় ফিরেছেন রাজ, বললেন, ‘এখন বাবুকে সময় দিচ্ছি’
অবশেষে নানা নাটকীয়তার পর আবারো এক হলে রাজ-পরী ও রাজ্য। রাজও জানালেন, সন্তান রাজ্যকে নিয়ে ভালো সময় কাটাচ্ছেন তিনি ও পরীমণি।
রাজ বলেন, ‘রাজ্যের সঙ্গে খেলা করছি, সময় দিচ্ছি। অনেকদিন পর ওকে ভালোমতো কাছে পেয়েছি। রাজ্যও আমাকে কাছে পেয়ে খুবই মজা করছে, হাসছে, খেলছে।’
রাজ জানালেন, গত রাতে বসুন্ধরার বাসায় ফিরেছেন তিনি। বলেন ‘আমি এখন বসুন্ধরার বাসায়। আমি ও পরীমণি একসঙ্গেই আছি। গত রাতে বাসায় ফিরেছি। ঠিকঠাক আছি, ভালো আছি। বাবুকে সময় দিচ্ছি। এ কারণে এখন বেশি কথা বলতে পারছি না। পরে কথা বলব এ বিষয়ে।’
গত ২০ মে পরীমনিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে যান রাজ। এরপর ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দুজনের সম্পর্ক আরও খারাপ হয়। এরপর থেকে দুজন আলাদা থাকছিলেন।